বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২২ জনে। বুধবার (০৭ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদজোনে চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১০৬ জনের ও জেলার বাইরে ১৬ জনের।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৩০ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ৫০, আলমডাঙ্গায় ৩২, দামুড়হুদায় ২০ এবং জীবননগরে ২৮ জন রয়েছেন।
বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: