বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা প্রতিরোধের টিকার নিবন্ধন কার্যক্রম আবারও শুরু হচ্ছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) থেকে প্রথম ডোজের টিকা গ্রহণে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ডাক্তার মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কৃষক-শ্রমিক, আইনজীবী, বিদেশগামী কর্মীসহ মোট ২৮ শ্রেণিপেশার মানুষকে নিবন্ধনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আগে যাঁরা নিবন্ধন করেছিলেন, তাঁরাও টিকা পাবেন। তবে নিবন্ধন ছাড়া এবং এসএমএস পাওয়া ব্যতীত কেউ টিকা পাবেন না। এ ছাড়া অনস্পট নিবন্ধন এবার থাকছে না।
ডাক্তার মিজানুর রহমান আরও বলেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মৃত্যু ঠেকাতে এবার বয়সসীমা কমিয়ে এনেছে সরকার। আগে যেখানে ৪০ বছরের ওপরের ব্যক্তিরা টিকা নিতে পারতেন, এবার তা কমিয়ে ৩৫ বছরে আনা হয়েছে।
তিনি জানান, টিকাদান কার্যক্রম মাঝে একটু স্তিমিত হয়ে গিয়েছিল, এখন সেটি আবার চালু হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার যে কার্যক্রম সেটিও বন্ধ ছিল, এখন আবার নিবন্ধন নতুন করে করা যাচ্ছে। অগ্রাধিকার তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের মতো মডার্নার টিকার সংরক্ষণ জটিলতা থাকায় কেবলমাত্র সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। আর সিনোফার্ম দেওয়া হবে উপজেলা পর্যায়ে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা পায় বাংলাদেশ। এ ছাড়া চুক্তি চূড়ান্ত হওয়ায় চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। ফলে আবারও নিবন্ধন–প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজনেস আওয়ার/০৭ জুলাই, ২০২১/এ