ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসির হাতে উঠবে সপ্তম ব্যালন ডি’অর!

  • পোস্ট হয়েছে : ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • 36

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি।এই একটি শিরোপার মধ্য দিয়ে লিওনেল মেসি সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। যদিও সেই সমালোচনাকারীদের অস্তিত্ব এখনও টিকে আছে।

সবাইকে চুপ করিয়ে দেয়ার পর এখন মেসির স্বপ্ন, সপ্তম ব্যালন ডি’অর জয় করা। অসাধারণ নৈপূণ্য দিয়ে কোপা আমেরিকা জয়ের পর মেসির সামনে এখন স্বপ্ন পূরণের দরজাটাও খুলে গেছে। কোপা আমেরিকা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপ দিয়েও ব্যালন ডি’অর জয়ী নির্ধারণ করা হয়ে থাকে।

সুতরাং, এ কারণেই দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই মেসি এবারের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

গত মৌসুমে ৪৭টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার জার্সি পরে। গোল করেছেন মোট ৩৮টি। ১৪টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ২৬টি ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন। সে সঙ্গে জিতে নিয়েছেন পিচিচি পুরস্কার।

সে সঙ্গে কোপা আমেরিকায় সর্বোচ্চ ৪টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৫টি। পুরো কোপা আমেরিকায় আর্জেন্টিনার মোট ১২ গোলের মধ্যে ৯টিতেই জড়িত ছিলেন তিনি। টুর্নামেন্টে জিতেছেন গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার। কোপা আমেরিকা ছাড়াও বার্সার হয়ে কোপা ডেল রে শিরোপা জিতেছেন মেসি।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসির হাতে উঠবে সপ্তম ব্যালন ডি’অর!

পোস্ট হয়েছে : ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি।এই একটি শিরোপার মধ্য দিয়ে লিওনেল মেসি সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। যদিও সেই সমালোচনাকারীদের অস্তিত্ব এখনও টিকে আছে।

সবাইকে চুপ করিয়ে দেয়ার পর এখন মেসির স্বপ্ন, সপ্তম ব্যালন ডি’অর জয় করা। অসাধারণ নৈপূণ্য দিয়ে কোপা আমেরিকা জয়ের পর মেসির সামনে এখন স্বপ্ন পূরণের দরজাটাও খুলে গেছে। কোপা আমেরিকা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কিংবা বিশ্বকাপ দিয়েও ব্যালন ডি’অর জয়ী নির্ধারণ করা হয়ে থাকে।

সুতরাং, এ কারণেই দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবেই মেসি এবারের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

গত মৌসুমে ৪৭টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার জার্সি পরে। গোল করেছেন মোট ৩৮টি। ১৪টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ২৬টি ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন। সে সঙ্গে জিতে নিয়েছেন পিচিচি পুরস্কার।

সে সঙ্গে কোপা আমেরিকায় সর্বোচ্চ ৪টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৫টি। পুরো কোপা আমেরিকায় আর্জেন্টিনার মোট ১২ গোলের মধ্যে ৯টিতেই জড়িত ছিলেন তিনি। টুর্নামেন্টে জিতেছেন গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার। কোপা আমেরিকা ছাড়াও বার্সার হয়ে কোপা ডেল রে শিরোপা জিতেছেন মেসি।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: