ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি-এইচএসসিতে এমসিকিউ নেয়ার পরামর্শ অভিভাবকদের

  • পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক : গেলো বছরের মতো চলতি বছরের এসএসসি ও এইচএসসিতে অটোপাস না দিয়ে বিকল্প পদ্ধতি হিসেবে এমসিকিউ পরীক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন অভিভাবকরা। মঙ্গলবার (১৩ জুলাই) অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের উন্নতি না হলে বা শিক্ষাপ্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেয়ার জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কোনোভাবেই অটোপাস দেয়ার ঘোষণা দেয়া যাবে না।

অভিভাবক ঐক্য ফোরামের দাবি— প্রয়োজনে সাবজেক্ট (বিষয়) কমিয়ে, পরীক্ষার মোট নম্বর ও সময় কমিয়ে প্রতি বিষয়ের জন্য ৫০ নম্বর নির্ধারণ করে এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্ব-স্ব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিতে হবে।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পর সব পাবলিক পরীক্ষা তথা এসএসসি ও এইচএসসি পরীক্ষা এভাবে নেয়া হয়েছিল বলে স্মরণ করিয়ে দিয়ে অভিভাবকরা আরও বলেন, চলতি বছরের পরীক্ষার্থীদেরকে জরুরিভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়া প্রয়োজন। ভ্যাকসিন দেয়ার পরই পরীক্ষার আয়োজন করা হোক।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এসএসসি-এইচএসসিতে এমসিকিউ নেয়ার পরামর্শ অভিভাবকদের

পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : গেলো বছরের মতো চলতি বছরের এসএসসি ও এইচএসসিতে অটোপাস না দিয়ে বিকল্প পদ্ধতি হিসেবে এমসিকিউ পরীক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন অভিভাবকরা। মঙ্গলবার (১৩ জুলাই) অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের উন্নতি না হলে বা শিক্ষাপ্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেয়ার জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কোনোভাবেই অটোপাস দেয়ার ঘোষণা দেয়া যাবে না।

অভিভাবক ঐক্য ফোরামের দাবি— প্রয়োজনে সাবজেক্ট (বিষয়) কমিয়ে, পরীক্ষার মোট নম্বর ও সময় কমিয়ে প্রতি বিষয়ের জন্য ৫০ নম্বর নির্ধারণ করে এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্ব-স্ব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নিতে হবে।

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পর সব পাবলিক পরীক্ষা তথা এসএসসি ও এইচএসসি পরীক্ষা এভাবে নেয়া হয়েছিল বলে স্মরণ করিয়ে দিয়ে অভিভাবকরা আরও বলেন, চলতি বছরের পরীক্ষার্থীদেরকে জরুরিভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়া প্রয়োজন। ভ্যাকসিন দেয়ার পরই পরীক্ষার আয়োজন করা হোক।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: