আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ২ লাখ ছাড়িয়েছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৯ কোটি দুই লাখ ৯৫ হাজার ৬৯৪ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সুত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দিক থেকে এখনো বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৮৫৬ জন। শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৯৩ লাখ আট হাজার ১০৯ জন। সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।
ফ্রান্সে ৫৮ লাখ ৪৪ হাজার ২৪৯ জন, রাশিয়ায় ৫৯ লাখ ৭ হাজার ৯৯৯ জন, যুক্তরাজ্যে ৫৩ লাখ ৩২ হাজার ৩৭১ জন, ইতালিতে ৪২ লাখ ৮১ হাজার ২১৪ জন, তুরস্কে ৫৫ লাখ ১৪ হাজার ৩৭৩ জন, স্পেনে ৪১ লাখ ২২২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৯ হাজার ৯২২ জন এবং মেক্সিকোতে ২৬ লাখ ২৯ হাজার ৬৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২১/এ