ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন গান নিয়ে আসছেন অংকন

  • পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • 1

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে চ্যানেল আইয়ের বাউলগানের রিয়ালিটি শো ‘বাংলার গান’-এ দ্বিতীয় রানার আপ হওয়ায় মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন অনন্যা ইয়াসমিন অংকন। এরপর গত কয়েক বছরে বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন অংকন।

পুরনো জনপ্রিয় কিছু লোক গান গেয়েও সাফল্য পেয়েছেন চাপাইনবাবগঞ্জের এই মেয়ে। এবার ঈদকে সামনে রেখে আসছে অংকনের নতুন গান-ভিডিও ‘জল খেলাই’। জহিরুল ইসলাম বাদলের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন তুর্য।

জানা গেছে, আসছে কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ইউটিউবে উর্বশী গানের সিঁড়ি চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

নতুন গান প্রসঙ্গে অংকন বলেন, এই গানটি কিছুটা রাধা কৃষ্ণের ওপর ইঙ্গিত করে লেখা। কথা-সুরের সঙ্গে মিল রেখেই আমি গাওয়ার চেষ্টা করেছি। আমার গান যারা পছন্দ করেন গানটি তাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য, ‘আইপিডিসি আমাদের গান’-এ গামছা পলাশের সঙ্গে অংকনের গাওয়া ‘বেতের আড়া’ মাত্র এক মাসে ৩১ লাখ ভিউয়ার পায়। এছাড়াও আরটিভি ফোক স্টেশন থেকে প্রকাশিত তার ‘চেংড়া বন্ধুয়া’ পৌনি ২ কোটির অধিক ভিউ পেয়েছে।

বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুন গান নিয়ে আসছেন অংকন

পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : ২০১৫ সালে চ্যানেল আইয়ের বাউলগানের রিয়ালিটি শো ‘বাংলার গান’-এ দ্বিতীয় রানার আপ হওয়ায় মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন অনন্যা ইয়াসমিন অংকন। এরপর গত কয়েক বছরে বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন অংকন।

পুরনো জনপ্রিয় কিছু লোক গান গেয়েও সাফল্য পেয়েছেন চাপাইনবাবগঞ্জের এই মেয়ে। এবার ঈদকে সামনে রেখে আসছে অংকনের নতুন গান-ভিডিও ‘জল খেলাই’। জহিরুল ইসলাম বাদলের কথায় গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন তুর্য।

জানা গেছে, আসছে কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ইউটিউবে উর্বশী গানের সিঁড়ি চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

নতুন গান প্রসঙ্গে অংকন বলেন, এই গানটি কিছুটা রাধা কৃষ্ণের ওপর ইঙ্গিত করে লেখা। কথা-সুরের সঙ্গে মিল রেখেই আমি গাওয়ার চেষ্টা করেছি। আমার গান যারা পছন্দ করেন গানটি তাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

উল্লেখ্য, ‘আইপিডিসি আমাদের গান’-এ গামছা পলাশের সঙ্গে অংকনের গাওয়া ‘বেতের আড়া’ মাত্র এক মাসে ৩১ লাখ ভিউয়ার পায়। এছাড়াও আরটিভি ফোক স্টেশন থেকে প্রকাশিত তার ‘চেংড়া বন্ধুয়া’ পৌনি ২ কোটির অধিক ভিউ পেয়েছে।

বিজনেস আওয়ার/১৭ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: