বিজনেস আওয়ার প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদ্রাসার অসহায় এতিমের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে সোমবার (১৮ জুলাই) সকাল ৯টায় উপজেলার লক্ষীপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ পোষাক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ছোট বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিশনার, সাংবাদিক ও সমাজসেবক জামাল হোসেন খোকন, সাংবাদিক আসীম সাইদ, সাংবাদিক মিঠুন মাহমুদ, চুয়াডাঙ্গার জীবননগরের দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, দোস্ত এইড কর্মকর্তা ওমর ফারুক, মফিজুল ইসলাম ও রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ছোট বাবু বলেন, দোস্ত এইড সংস্থাটি জীবননগরে অনেক কাজ করে যাচ্ছে। আজকে তারা অসহায় এতিম শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করেছে। এতে আমি খুশি। তারা যেভাবে কাজ করে যাচ্ছে; পৌর যুবলীগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
সাংবাদিক আসিম সাঈদ বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজের অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ঈদের মতো এবার ঈদেও এতিম শিশুদের ঈদ উপহার প্রদান করেছে যা প্রশংসনীয়। আমার বিশ্বাস তারা সমাজের অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন সহায়তা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, জীবন নগরের কৃতি সন্তান সাংবাদিক সাব্বির সামি মুহিতের ঐকান্তিক প্রচেষ্টায় এ সকল কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। আমি সাব্বির সামি মুহিতের সাফল্য কামনা করি।
সাংবাদিক জামাল হোসেন খোকন বলেন, সাংবাদিক সাব্বির সামি মুহিতের সমাজিক উন্নয়ন মূলক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। সে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি।
এ বিষয়ে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত জানান, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলার ঈদে প্রায় ২ হাজার দরিদ্র ও এতিম মানুষের মাঝে ঈদ পোষাক বিতরণ করা হচ্ছে। এড়াছা দুস্থ মানুষের জন্য চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় ২শ গরু কোরবানী করে হবে।
উল্লেখ্য, জালামপুর, চুয়াডাঙ্গাসহ দেশের ২৬ জেলায় ২২টি কর্মসূচি বিনামূল্যে বাস্তবায়ন করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বিজনেস আওয়ার/১৯ জুলাই, ২০২১/এস