বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদের পরেরদিন রাজধানীর বিভিন্ন বাজারে সবজির সরবরাহ বেশ কম । সেই সঙ্গে ক্রেতাও কম। তবে সবজির বাজার চড়া। বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার সুত্রে এ তথ্য জানা গেছে।
মালিবাগ হাজীপাড়া বৌবাজারের সবজি বিক্রি করা সবুজ বলেন, আড়তেও আজ সবজি কম এসেছে। দাম একটু বেশি। তাই আমরাও একটু বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তবে পেঁপে, টমেটো ও গাজরের দাম বেশি বেড়েছে।
এ বাজারে পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা ঈদের আগে ছিল ২৫ থেকে ৩০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, যা আগে ছিল ১০০ থেকে ১২০ টাকা।
২০ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া শসার দাম বেড়ে ৫০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। ঈদের আগে বেগুন, ঝিঙে, করলা, বরবটি, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, কাঁচকলা, কচুরমুখির দাম কিছুটা কমলেও আবার বেড়ে গেছে।
বাজার ও মানভেদে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা ঈদের আগের দিন ছিল ২০ থেকে ৩০ টাকা। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, যা ঈদের আগের দিন ছিল ৩০ থেকে ৪০ টাকা।
ঈদের আগের দিন ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া করলার দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা আগে ছিল ২০ থেকে ৩০ টাকা।
বরবটির কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।
রামপুরা বাজারের সবজির বিক্রেতা ঝন্টু বলেন, কাল মাংস খাওয়ার কারণে আজ অনেকেই সবজি খেতে চাইবেন। তাদের কথা চিন্তা করেই সবজি নিয়ে এসেছি। বিক্রি খুবই কম হচ্ছে। হয় তো বিকেলে বিক্রি একটু বাড়তে পারে।
হাজীপাড়া বৌবাজারের মতো যাত্রাবাড়ীতেও অল্পকিছু সবজির দোকান খোলা থাকতে দেখা যায়। সেই সঙ্গে ক্রেতা ও সবজির পরিমাণ কম দেখা যায়।
যাত্রাবাড়ী বাজারের ব্যবসায়ী মিলন বলেন, ঈদে করতে অনেক ব্যবসায়ী গ্রামে গিয়েছেন। যারা ঢাকায় আছেন তাদের অনেকেই আজ বিশ্রাম নিচ্ছেন। আগামীকাল দোকান খোলার পরিমাণ বেড়ে যাবে।
তিনি বলেন, আমরা যেমন কম দোকান খুলেছি, তেমনি আড়তেও আজ সবজি অনেক কম এসেছে। আড়তে সবজি কম আসার কারণে দাম একটু বেশি। আড়তে যে হারে দাম বেড়েছে, খুচরায় তার থেকে কম দাম বেড়েছে।
বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২১/এ