স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ সালের ৩১ মার্চ আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এর প্রায় ৩৫ বছর ৪ মাস পর তিন ফরম্যাটের ক্রিকেটে আলাদা আলাদা ‘সেঞ্চুরি’ পূরণ হলো। আর তিন ফরমেটের শততম ম্যাচই জয়ে রাঙাল বাংলাদেশ। দারুণ এক রেকর্ড!
২০০৪ সালে ওয়ানডেতে ভারতের বিপক্ষে নিজেদের শততম ম্যাচ খেলে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে জয়টা ঠিকই পেল। সেদিন মাশরাফি বিন মর্তুজার অলরাউন্ড নৈপুণ্যে শক্তিশালী ভারতকে ১৫ রানে হারিয়ে দেয় স্বাগতিকরা।
টেস্ট ফরমেটে বাংলাদেশের শততম ম্যাচটি ছিল বিদেশের মাটিতে। ২০১৭ সালের ১৪ মার্চ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টটিতে নানান আয়োজনে রঙিন করা হয়েছিল বাংলাদেশের জন্য। এসব আয়োজনের স্বার্থকতা প্রমাণে প্রয়োজন ছিল শুধু বাংলাদেশের জয়।
সাকিব আল হাসানের সেঞ্চুরি ও তামিম ইকবালের দু’টি মহাগুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে কলম্বোর সেই টেস্টে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। যার সুবাদে জয় দিয়েই রাঙিয়ে রাখা হয় শততম টেস্ট ম্যাচটি। সাদা পোশাকের ক্রিকেটে প্রথম ১০০ ম্যাচে ৭টিতে জিতেছিল বাংলাদেশ।
বাকি ছিল শুধু এক ফরমেট। সেটিতেও একই রেকর্ড অক্ষুণ্ন রাখল টাইগাররা। জিম্বাবুয়ের হারারেতে শততম টি-টোয়েন্টি ম্যাচটিতে সৌম্য সরকার আর নাইম শেখের জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে তিন ফরমেটের শততম ম্যাচই জয়ে রাঙাল বাংলাদেশ।
বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২১/এ