ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিধিনিষেধ চলাকালে বন্ধ থাকবে গার্মেন্টস

  • পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এ সময় তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে গার্মেন্টস খুলবে না।

গত ১৩ জুলাই দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। তৈরি পোশাক শিল্পে মালিকরা বলছেন, গার্মেন্টস খাতের জন্য বড় ক্ষতি সত্ত্বেও সরকারের এ সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গতবারের চেয়ে কঠিন হবে এই বিধিনিষেধ। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সবকিছুই বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা যদি এটা ১৪ দিন সফলভাবে করতে পারি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। না হলে এটা (করোনা সংক্রমণ) বাড়তে থাকবে। হাসপাতালে যে চাপ তা ম্যানেজ করতে অসুবিধা হবে। তাই সবাইকে সহযোগিতা করতে হবে। এই ১৪ দিন খুবই গুরুত্বপূর্ণ।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিধিনিষেধ চলাকালে বন্ধ থাকবে গার্মেন্টস

পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এ সময় তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে গার্মেন্টস খুলবে না।

গত ১৩ জুলাই দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। তৈরি পোশাক শিল্পে মালিকরা বলছেন, গার্মেন্টস খাতের জন্য বড় ক্ষতি সত্ত্বেও সরকারের এ সিদ্ধান্তকে তারা মেনে নিয়েছেন।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গতবারের চেয়ে কঠিন হবে এই বিধিনিষেধ। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সবকিছুই বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা যদি এটা ১৪ দিন সফলভাবে করতে পারি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। না হলে এটা (করোনা সংক্রমণ) বাড়তে থাকবে। হাসপাতালে যে চাপ তা ম্যানেজ করতে অসুবিধা হবে। তাই সবাইকে সহযোগিতা করতে হবে। এই ১৪ দিন খুবই গুরুত্বপূর্ণ।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: