ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি

  • পোস্ট হয়েছে : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • 2

বিনোদন ডেস্ক : টানা এক সপ্তাহ আইসিইউ, এরপর ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর করোনা আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে এই নন্দিত শিল্পীর পুত্র মাশুক আলমগীর রাজীব এ তথ্য জানান।

তিনি বলেন, বাবার অবস্থা এখন আগের চেয়ে ভালো। অক্সিজেন স্যাচুরেশন শতভাগ। বিশেষকরে ডান ফুসফুস সংক্রমণমুক্ত। তবে বাম ফুসফুস এখনও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। ফলে ডানপাশে কাত হলেও অক্সিজেন স্যাচুরেশন ৭৫-এ নেমে আসে। তবে চিকিৎসকরা প্রতিনিয়ত দৃষ্টি রাখছেন বাবার ওপর।

মাশুক চিকিৎসকের আলাপ থেকে একটি শঙ্কার কথাও জানালেন। বললেন, বাবার শরীরে ডি-ডাইমার ক্রমশ বাড়ছে। এটা অ্যালার্মিং। এভাবে বাড়তে থাকলে হৃদপিণ্ডের ক্ষতি হতে পারে। এরজন্য যথাযথ চিকিৎসা চলছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন ফকির আলমগীর। ১৮ জুলাই চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে নিয়েছেন।

জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রেখেছেন ফকির আলমগীর।

দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীতশিল্পী পরিষদের সাবেক সভাপতি।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি

পোস্ট হয়েছে : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : টানা এক সপ্তাহ আইসিইউ, এরপর ভেন্টিলেশন সাপোর্টে থাকার পর করোনা আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে এই নন্দিত শিল্পীর পুত্র মাশুক আলমগীর রাজীব এ তথ্য জানান।

তিনি বলেন, বাবার অবস্থা এখন আগের চেয়ে ভালো। অক্সিজেন স্যাচুরেশন শতভাগ। বিশেষকরে ডান ফুসফুস সংক্রমণমুক্ত। তবে বাম ফুসফুস এখনও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। ফলে ডানপাশে কাত হলেও অক্সিজেন স্যাচুরেশন ৭৫-এ নেমে আসে। তবে চিকিৎসকরা প্রতিনিয়ত দৃষ্টি রাখছেন বাবার ওপর।

মাশুক চিকিৎসকের আলাপ থেকে একটি শঙ্কার কথাও জানালেন। বললেন, বাবার শরীরে ডি-ডাইমার ক্রমশ বাড়ছে। এটা অ্যালার্মিং। এভাবে বাড়তে থাকলে হৃদপিণ্ডের ক্ষতি হতে পারে। এরজন্য যথাযথ চিকিৎসা চলছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন ফকির আলমগীর। ১৮ জুলাই চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে নিয়েছেন।

জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রেখেছেন ফকির আলমগীর।

দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীতশিল্পী পরিষদের সাবেক সভাপতি।

বিজনেস আওয়ার/২৩ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: