বিজনেস আওয়ার প্রতিবেদক : ঈদুল আজহার ছয় দিনের ছুটি শেষে আমদানি-রফতানি শুরু হয়েছে হিলি স্থলবন্দরে। রবিবার (২৫ জুলাই) সকালে ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল আজহা উৎযাপন উপলক্ষে গত ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়। ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারো বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: