ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশের স্বাদ পেল আয়ারল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : ওয়ানডে সিরিজে সমান লড়াই করলেও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদই নিতে হলো আয়ারল্যান্ডকে।

শনিবার রাতে সিরিজের শেষ ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা ৪৯ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে জয় তুলে নেয়। প্রোটিয়ারা আগে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে ১২৭ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও রেজা হেন্ডরিকস। ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরার ৪৮ বলে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৯ রান করেন রেজা।

আগের ম্যাচে ৪৪ বলে ৭৫ রানের ঝড় তোলা মিলারকে নামানো হয় তিন নম্বরে। এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩৬ রানের ইনিংস। অধিনায়ক বাভুমা করেছেন ৬ চার ও ২ ছয়ের মারে ৫১ বলে ৭২ রান।

প্রোটিয়াদের করা ১৮৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নির ২৭ রান ছাড়া ওপরের ব্যাটসম্যানদের কেউই ২০-র ঘর পার হতে পারেননি।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হোয়াইটওয়াশের স্বাদ পেল আয়ারল্যান্ড

পোস্ট হয়েছে : ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ওয়ানডে সিরিজে সমান লড়াই করলেও টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদই নিতে হলো আয়ারল্যান্ডকে।

শনিবার রাতে সিরিজের শেষ ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা ৪৯ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে জয় তুলে নেয়। প্রোটিয়ারা আগে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়াদের হয়ে উদ্বোধনী জুটিতে ১২৭ রান যোগ করেন দুই ওপেনার টেম্বা বাভুমা ও রেজা হেন্ডরিকস। ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরার ৪৮ বলে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৯ রান করেন রেজা।

আগের ম্যাচে ৪৪ বলে ৭৫ রানের ঝড় তোলা মিলারকে নামানো হয় তিন নম্বরে। এই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩৬ রানের ইনিংস। অধিনায়ক বাভুমা করেছেন ৬ চার ও ২ ছয়ের মারে ৫১ বলে ৭২ রান।

প্রোটিয়াদের করা ১৮৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নির ২৭ রান ছাড়া ওপরের ব্যাটসম্যানদের কেউই ২০-র ঘর পার হতে পারেননি।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: