স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েতে সফল এক মিশন শেষ করল বাংলাদেশ দল। দীর্ঘ ৮ বছর পর সে দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে একে একে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সফরের ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬ ম্যাচেই। দীর্ঘদিন পর কোনও সফরের তিন বিভাগেই এমন সফলতা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে মিশন অস্ট্রেলিয়া।
সূচি এগিয়ে সিরিজ ২৫ জুলাই শেষ হলেও ২৮ জুলাইয়ের আগে বিমানে চাপতে পারছেন না সাকিব আল হাসানরা। ২৯ তারিখ ঢাকা পা রেখেই সোজা হোটেলে উঠবে দল। সেভাবেই হোটেল বুক করা আছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সূত্র জানিয়েছে, ২৮ জুলাই জিম্বাবুয়ে ছেড়ে কাতার এয়ারলাইনসে একটি বিমানে চেপে ২৯ তারিখে সকাল ৯টায় বাংলাদেশ আসবেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।
আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বিজনেস আওয়ার/২৭ জুলাই, ২০২১/এ