বিজনেস আওয়ার প্রতিবেদক : অভিজাত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ৪১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ভারানেকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ।
এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘ফরাসি জাতীয় দলের ডিফেন্ডার ও বিশ্বকাপজয়ী তারকা রাফায়েল ভারানেকে দলে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে আমরা চুক্তিতে সম্মত হয়েছি। ম্যানইউ এই সংবাদ প্রকাশ করতে পেরে আনন্দিত।’
৪১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্পেন থেকে ইংল্যান্ডে উড়াল দেবেন ভারানে। এর আগেই ম্যানইউ বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ফুটবলার জ্যাডন সাঞ্চোকে দলে ভিড়িয়েছে ৭৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে।
ভারানে বিশ্বফুটবলের একজন তারকা ডিফেন্ডার। রিয়ালে তিনি যোগ দিয়েছিলেন ২০১১ সালে গ্রীষ্মে। ভারানে রিয়ালের হয়ে ৩৫০টি ম্যাচে মাঠে নেমেছেন আর দেশের হয়ে খেলেছেন ৭৯টি ম্যাচ। জিতেছেন ২০১৮ বিশ্বকাপও। এবার শুরু হতে যাচ্ছে ভারানের নতুন অধ্যায়।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২১/কমা