স্পোর্টস ডেস্ক : ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে পাকিস্তানের হার্ড হিটার শহীদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও বিশ্বের জনপ্রিয় সব ফ্র্যাঞ্চাইজি আসরে এখনও চাহিদার শীর্ষে তিনি। এবার তিনি নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি আসর এভারেস্ট প্রিমিয়ার লিগ মাতাবেন।
এবার আফ্রিদিকে দেখা যাবে কাঠমান্ডু কিংস একাদশের হয়ে খেলতে। দলটিতে আছেন নেপালের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সন্দীপ লামিচানে। এর আগে আইসিসির বিশ্ব একাদশের হয়ে একসঙ্গে আফ্রিদি ও লামিচানেকে খেলতে দেখা গেছে।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আসর। যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াবে লিগ।
লিগে অংশ নিতে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় আফ্রিদি জানিয়েছেন, ‘কাঠমান্ডুতে এটাই হবে আমার প্রথম সফর। নেপালে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে অনেক উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টে অংশ নিতে আমি মুখিয়ে আছি।
বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২১/এ