বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ফল শূন্য থেকে যায়। বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচ মাঠে গড়ানোর আগ থেকেই চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টিরই জয় হয়েছে। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
বার্বাডোজের কেনিংটন ওভালে বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে উইন্ডিজ। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে তারা।
ব্যাট হাতে সর্বোচ্চ ৯ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ২২ রান করেন অধিনায়ক কিরেন পোলার্ড। ১৩ রান করেন নিকোলাস পুরান। আর অতিরিক্ত খাত থেকে আসে ১৪টি রান।
বল হাতে পাকিস্তানের পেসার হাসান আলী ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ ও উসমান কাদির।
এরপর আর পাকিস্তান ব্যাট করতে নামতে পারেনি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত ম্যাচটিতে কোনো ফল হয় না। যায় বৃষ্টির পেটে।
স্থানীয় সময় শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে উইন্ডিজ-পাকিস্তান।
বিজনেস আওয়ার/২৯ জুলাই, ২০২১/কমা