স্পোর্টস ডেস্ক : নেইমার, আনহেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপেকে ছাড়াই ফরাসি সুপার কাপে খেলতে নেমেছিল পিএসজি, তবে ফলাফলটা ভালো হয়নি মরিসিও পচেত্তিনোর দলের। লিলের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি।
রোববার রাতে ইসরাইলের তেল আবিবে মুখোমুখি হয়েছিল ফরাসি লিগ জয়ী লিল আর কাপজয়ী পিএসজি। তবে দুই দলের দেখায় শেষ হাসিটা হেসেছে লিগ বিজেতা লিলই। গত মৌসুমে অনেকটা চমকে দিয়েই লিগ জিতেছিল লিল।
নেইমার, এমবাপেদের নিয়েই যেখানে পারেনি, তাদের ছাড়া তো কাজটা আরও কঠিনই হওয়ার কথা পিএসজির। শুধু নেইমার, এমবাপে, ডি মারিয়ারাই নয়, এই ম্যাচে ছিলেন না পিএসজির নিয়মিত একাদশের খেলোয়াড়রাও। ফলে ছাপটা স্বাভাবিকভাবেই পড়েছিল ফরাসি দলটির খেলায়।
বলের দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত আক্রমণ যায়নি খুব একটা। যা-ও হয়েছে, সেসবও হয়েছে লক্ষ্যভ্রষ্ট। দশ শটের তিনটি মাত্র ছিল লক্ষ্যে। লিলও প্রতি আক্রমণে উঠেছে বারবার। সফলতা মিলেছে যার একটিতে।
পর্তুগীজ মিডফিল্ডার শেকার কাছে বিরতির একটু আগে ব্যাকপাস দিয়েছিলেন বুরাক ইলমাজ, তা থেকেই আগুনে এক শট করেন তিনি, গোলের দেখা পায় লিল। এই গোলই গড়ে দেয় ব্যবধান।
বিজনেস আওয়ার/০২ আগস্ট, ২০২১/এ