বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯৫ লাখের বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়িয়েছে ৪২ লাখ ৪৮ হাজার আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ১৮ লাখ মানুষ। মঙ্গলবার (০৩ আগস্ট) সকাল সোয়া ৯টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৯। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ৮৮৬ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৮৩ হাজার ৩১১ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৯ হাজার ৮৬২ জন। তবে সুস্থ হয়েছে উঠেছেন দুই কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৫৩৭ জন।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৯৯ জন। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৫ হাজার ২২৮ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি আট লাখ ৮৮ হাজার ৭০২ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ২০৩ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ১৮৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬০ হাজার ১৩৭ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৪০ হাজার ৭৮৩ জন। অপরদিকে ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৫১ হাজার ৮০৩। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৯৩৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭ লাখ ৮ হাজার ৯১৩ জন।
এদিকে সংক্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬। দেশে মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ৩১৭। এর মধ্যে মারা গেছেন ২১ হাজার ১৬২ জন। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন।
বিজনেস আওয়ার/০৩ আগস্ট, ২০২১/কমা