বিজনেস আওয়ার প্রতিবেদক : গণটিকা দান কার্যক্রম সফল করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৪ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সভা শেষে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা মহামারির এই সময়ে সরকার একনিষ্ঠভাবে কাজ করছে। সবার জন্য টিকা নিশ্চিত করা হচ্ছে। আগামী ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত সারাদেশে গণটিকা দেওয়া হবে। কার্যক্রম সচল রাখতে টিকা গ্রহণের বিকল্প নেই। এজন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করছে সরকার।
তিনি বলেন, গণটিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। সবাই নিজেরা টিকা নেবে, টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য একটি ক্যাম্পেইন চালাতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের এত কর্মসূচি থাকা সত্ত্বেও বিএনপি মিথ্যাচার করছে। তারা সরকারের কার্যক্রম দেখে না, মানুষের পাশে থাকে না। মিথ্যা কথার বাক্স নিয়ে বসেছে। আগস্ট মাস এলেই তাদের গাত্রদাহ আরও বাড়ে। তারা ইতিহাস অস্বীকার করতে চায়। শাক দিয়ে মাছ ঢাকতে চায়।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
বিজনেস আওয়ার/০৪ আগস্ট, ২০২১/এ