ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াদদের সাবধানী বার্তা পাপনের

  • পোস্ট হয়েছে : ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • 57

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। পরের তিনটির যেকোনো একটিতে জিতলেই ইতিহাস রচনা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় কাজটি মোটেও সহজ নয়।

এজন্য রিয়াদদের সাবধানী বার্তা দিলেন নাজমুল হাসান পাপন। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরষ্কার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে এ পুরস্কার নেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও সাবধানী বার্তা শুনালেন পাপন।

পাপন বলেন, বলা মুশকিল সিরিজ জয় সম্ভব কিনা। অস্ট্রেলিয়া অত্যন্ত প্রফেশনাল একটি দল। ওরা শেষপর্যন্ত লড়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা যেভাবে খেলে আসছি এবং সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।

পাপন আরও বলেন, কিন্তু একবারও যদি আমাদের মনে হয়, দুটো তো জিতছি বাকিগুলোও তো জিতব, এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সাথে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। আমরা যদি সিরিয়াস থাকি তাহলে সিরিজ জেতা সম্ভব।

উল্লেখ্য, দীর্ঘ চার বুছর পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ দল। সিরিজের বাকি তিন ম্যাচ আগামী ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রিয়াদদের সাবধানী বার্তা পাপনের

পোস্ট হয়েছে : ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। পরের তিনটির যেকোনো একটিতে জিতলেই ইতিহাস রচনা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়ায় কাজটি মোটেও সহজ নয়।

এজন্য রিয়াদদের সাবধানী বার্তা দিলেন নাজমুল হাসান পাপন। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরষ্কার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে এ পুরস্কার নেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও সাবধানী বার্তা শুনালেন পাপন।

পাপন বলেন, বলা মুশকিল সিরিজ জয় সম্ভব কিনা। অস্ট্রেলিয়া অত্যন্ত প্রফেশনাল একটি দল। ওরা শেষপর্যন্ত লড়ে যাবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা যেভাবে খেলে আসছি এবং সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারি, অবশ্যই আমি মনে করি সিরিজ না জেতার আর কোনো কারণ নেই।

পাপন আরও বলেন, কিন্তু একবারও যদি আমাদের মনে হয়, দুটো তো জিতছি বাকিগুলোও তো জিতব, এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সাথে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। আমরা যদি সিরিয়াস থাকি তাহলে সিরিজ জেতা সম্ভব।

উল্লেখ্য, দীর্ঘ চার বুছর পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ দল। সিরিজের বাকি তিন ম্যাচ আগামী ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজনেস আওয়ার/০৫ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: