স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জিতে অনেক অচেনা রেকর্ডের স্বাদও পেয়েছে টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছিল ১৩১ রানের পুঁজি নিয়ে। নিজেদের ইতিহাসে এরচেয়ে কম রান করে আর কখনো জেতেনি বাংলাদেশ।
সে রেকর্ডটা তিন দিনের ব্যবধানে আবারও ভেঙে দিয়েছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে যে দল জিতেছে ১২৭ রানের পুঁজি নিয়েই। টি-টোয়েন্টি ফরম্যাটটা যেন এতদিন বাংলাদেশের কাছে কিছুটা দুর্বোধ্যই ছিল। হার আছে র্যাঙ্কিংয়ের নিচুসারির দলের কাছে। নিজেদের র্যাঙ্কিংও তো নেমে গেছে শীর্ষ দশের বাইরে!
আর তাই এখন খেলতে হচ্ছে বিশ্বকাপের প্রথম পর্ব! টি-টোয়েন্টিতে ম্লান পারফর্ম্যান্সের কারণে টানা জয়ের কীর্তিও গড়া হয়নি কখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা দেখলে অবশ্য এমন অতীতের কথা মাথায় আসারই কথা নয়। সিরিজের প্রথম তিন ম্যাচেই নিশ্চিত হয়ে গেছে জয়। এবার অপেক্ষা হোয়াইটওয়াশের।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিটা জিতে দেশে পা রেখেছিল বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় এই জয়। তাতে অনন্য এক স্বাদ পেয়ে গেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এর আগে আর কখনো টানা চার ম্যাচে জয় পায়নি দল।
জিম্বাবুয়ের বিপক্ষে এক আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন জয়ে এবারই প্রথম পেল টি-টোয়েন্টিতে জয়ের ধারায় থাকার অনির্বচনীয় স্বাদ। এ নিয়ে ঘরের মাটিতে শেষ সাত টি-টোয়েন্টিতেও এল জয়। ঘরের মাঠে এমন অপ্রতিরোধ্য ফর্মটা বাংলাদেশ ধরে রেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষেও।
তাতে আট বারের চেষ্টায় সিরিজ জয় পাওয়া গিয়েছে প্রথম বারের মতো, সব মিলিয়ে যা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের। ২০১১ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজের হিসেব করলে অবশ্য বাংলাদেশ অপরাজিত আছে অজিদের বিপক্ষে। এর আগে ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজটা ড্র করে লাল সবুজের প্রতিনিধিরা।
বিজনেস আওয়ার/০৭ আগস্ট, ২০২১/এ