বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৬ জন, প্রাথমিকের ৪৯ জন। রোববার (৮ আগস্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের করোনা আক্রান্ত হওয়ার তথ্য সংগ্রহ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং। আর প্রাথমিক স্তরের তথ্য সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সেখান থেকেই আক্রান্ত ও মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, করোনায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ৬৫১ জন মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী। তাদের মধ্যে মারা গেছেন ৭৬ জন। আর প্রাথমিক স্কুলের শিক্ষক-কর্মচারী আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ জন।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ৯টি আঞ্চলিক অফিস রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে ৫১৩ জন। মারা গেছেন ২১ জন। কুমিল্লায় আক্রান্ত ১১৪ জন, মৃত্যু ৬ জনের।
বরিশালে আক্রান্ত ২৪৬, মৃত্যু ৬; ময়মনসিংহে আক্রান্ত ১১৭, মৃত্যু ৭; চট্টগ্রামে আক্রান্ত ৮৫, মৃত্যু ৫; রাজশাহীতে আক্রান্ত ৯৬, মৃত্যু ৮; সিলেটে আক্রান্ত ১৩১, মৃত্যু ২; রংপুরে আক্রান্ত ১৩৯, মৃত্যু ৭ এবং খুলনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭১ জন, মারা গেছেন ১৩ জন।
সারাদেশের প্রাথমিক স্কুলে কর্মরত মোট ১ হাজার ৫৫৭ শিক্ষক-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৬৩ জন সুস্থ হলেও ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিক্ষক ৪১, কর্মকর্তা ৫, কর্মচারী ২ জন ও একজন শিক্ষার্থী রয়েছেন। আর আক্রান্তের মধ্যে শিক্ষক ১ হাজার ২৩২, কর্মকর্তা ২০৫, কর্মচারী ৯০ ও ৩০ জন শিক্ষার্থী রয়েছেন।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২১/এ