ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪৩ লাখ ১৬ হাজার

  • পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিশ্বে করোনাভাইরাসের আক্রান্ত হিসেবে শনাক্ত ২০ কোটি সাড়ে ৪১ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪৩ লাখ ১৬ হাজার আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ১৮ কোটি ৩৩ লাখ। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ৪৩৬ জন। এছাড়াও ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ১২৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৩ হাজার ৭৯৯ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৮ হাজার ৭১৫ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর হয়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৭০৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি এক লাখ ৭৮ হাজার ১৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৫১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৪৩ লাখ ১৬ হাজার

পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিশ্বে করোনাভাইরাসের আক্রান্ত হিসেবে শনাক্ত ২০ কোটি সাড়ে ৪১ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে ৪৩ লাখ ১৬ হাজার আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছে ১৮ কোটি ৩৩ লাখ। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ৪৩৬ জন। এছাড়াও ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ১২৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জনের। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৩৩ হাজার ৭৯৯ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২৮ হাজার ৭১৫ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর হয়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৭০৭ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি এক লাখ ৭৮ হাজার ১৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৫১ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া, পঞ্চম ফ্রান্স, ষষ্ঠ যুক্তরাজ্য, সপ্তম তুরস্ক, অষ্টম আর্জেন্টিনা, নবম কলম্বিয়া, দশম স্পেন।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে। এর মধ্যে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: