বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারন খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরমধ্যে রয়েছে ১টি বীমা কোম্পানি। যদিও পুরো বীমা খাতের প্রায় সব শেয়ারই অস্বাভাবিক হারে বেড়েছে।
বুধবার (১০ আগস্ট) বিএসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন বিএসইসির সহকারি পরিচালক জিয়াউর রহমান, ডিএসইর ডিজিএম মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া এবং সিডিবিএলের কর্মকর্তা মো. মঈনুল।
কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, পেপার প্রসেসিং, ঢাকা ডাইং, ফু-ওয়াং সিরামিক, বিকন ফার্মাসিউটিক্যালস, এমারেল্ড অয়েল, আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।
কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যে কমিটি কোম্পানিগুলোর অস্বাভাবিক দর বৃদ্ধির কারন অনুসন্ধান করবে।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২১/আরএ