বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রামের এক ব্যবসায়ীর ২০টি স্বর্ণের বার আটকের নামে আত্মসাত করার অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার(১০ আগস্ট) রাতেই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের কাছ থেকে আত্মসাতকৃত ২০টি স্বর্ণের বারের মধ্যে ১৫টি বার উদ্ধার করা হয়েছে। ফেনী জেলা পুলিশ সুপার নুরুন্নবী খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া, এস আই মোতাহের হোসেন, এস আই মিজানুর রহমান, এস আই নুরুল হক এবং এ এসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
পুলিশ জানায়, গোপল কান্তি দাশ নামের চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ী ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন গত রবিবার। পথে ফেনী জেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় গোপাল কান্তি দাশের গাড়ি আটক করে ডিবি পুলিশ।
এরপর তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ী গোপল সোমবার ফেনী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পান পুলিশ সুপার। পরে মঙ্গলবার রাতে ডিবির ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ৬ জনকে ক্লোজ করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় রাতেই মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে উদ্ধারকৃত স্বর্ণবারগুলো বৈধ নাকি অবৈধ সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২১/কমা