ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর্সেনালকে হারিয়ে দিল ব্রেন্টফ্রোর্ড

  • পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • 42

স্পোর্টস ডেস্ক : গেল মৌসুমটা ভালো কাটেনি আর্সেনালের। লিগ শেষ করেছে আটে থেকে। সেই আর্সেনালের শুরুটা এবারও হলো বিষাদময়। এবার তারা হারল ৭৪ বছর পর লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে। শুক্রবার রাতে ২-০ গোলে হেরে বসেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।

অথচ গত রাতে শুরু হওয়া প্রিমিয়ার লিগ কি দারুণ আশাই না দেখাচ্ছিল কোচ আর্তেতাকে। তার তারুণ্য নির্ভর দল রোমাঞ্চে ভরা, আর প্রাণশক্তিতে ভরপুর, এমনটাই বলেছিলেন আর্সেনালের স্প্যানিশ কোচ। কিন্তু মাঠে তার ছাপ মিলল কই?

গানাররা ম্যাচটা শুরু করেছিল ধীরলয়ে। জবাবটা শুরুতে দিতে পারেনি ব্রেন্টফোর্ডও। তবে ম্যাড়মেড়ে ম্যাচটা প্রথম গোলের দেখা পায় ২২তম মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বলটা ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেনি আর্সেনাল রক্ষণ, তারই সুযোগ নিয়ে স্বাগতিক ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন সার্জিও কানোস।

এই গোলটা শেষ করেছে এবারই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা ব্রেন্টফোর্ডের ৭৪ বছরের অপেক্ষা। আর আর্সেনালকে দিয়েছে হারার আগেই হারের বড় শঙ্কা। কারণ প্রথমে গোল হজম করা শেষ ১৫ ম্যাচেই যে জিততে পারেনি দলটি।

সেই শঙ্কা থেকেই কিনা, গানারদের রক্ষণ হয়ে পড়ে আরও নড়বড়ে। ৩১ আর ৪৪ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগই তৈরি করেছিল ব্রেন্টফোর্ড। ফলে আর্সেনাল বিরতিতে যায় ম্যাচে ফিরে আসার ক্ষীণ আশা নিয়ে। এরপর সময় যত গড়িয়েছে, এক গোল ধরে রাখার লক্ষ্যে ব্রেন্টফোর্ড রক্ষণে সেঁধিয়ে গেছে আরও।

তবে আর্সেনালকে ৬৫ মিনিটে গোলটা প্রায় এনেই দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দারুণ ফ্লিকটা যদি লক্ষ্যে থাকত, সমতা ফিরিয়েই ফেলত আর্সেনাল। সেই শুরু, সেই শেষ।
উল্টো ৭৩ মিনিটে হজম করে বসে গোলটা, যা গানারদের সব আশা শেষ করে দিয়েছে নিমিষেই।

বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্সেনালকে হারিয়ে দিল ব্রেন্টফ্রোর্ড

পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : গেল মৌসুমটা ভালো কাটেনি আর্সেনালের। লিগ শেষ করেছে আটে থেকে। সেই আর্সেনালের শুরুটা এবারও হলো বিষাদময়। এবার তারা হারল ৭৪ বছর পর লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে। শুক্রবার রাতে ২-০ গোলে হেরে বসেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।

অথচ গত রাতে শুরু হওয়া প্রিমিয়ার লিগ কি দারুণ আশাই না দেখাচ্ছিল কোচ আর্তেতাকে। তার তারুণ্য নির্ভর দল রোমাঞ্চে ভরা, আর প্রাণশক্তিতে ভরপুর, এমনটাই বলেছিলেন আর্সেনালের স্প্যানিশ কোচ। কিন্তু মাঠে তার ছাপ মিলল কই?

গানাররা ম্যাচটা শুরু করেছিল ধীরলয়ে। জবাবটা শুরুতে দিতে পারেনি ব্রেন্টফোর্ডও। তবে ম্যাড়মেড়ে ম্যাচটা প্রথম গোলের দেখা পায় ২২তম মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বলটা ঠিকঠাক বিপদমুক্ত করতে পারেনি আর্সেনাল রক্ষণ, তারই সুযোগ নিয়ে স্বাগতিক ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন সার্জিও কানোস।

এই গোলটা শেষ করেছে এবারই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা ব্রেন্টফোর্ডের ৭৪ বছরের অপেক্ষা। আর আর্সেনালকে দিয়েছে হারার আগেই হারের বড় শঙ্কা। কারণ প্রথমে গোল হজম করা শেষ ১৫ ম্যাচেই যে জিততে পারেনি দলটি।

সেই শঙ্কা থেকেই কিনা, গানারদের রক্ষণ হয়ে পড়ে আরও নড়বড়ে। ৩১ আর ৪৪ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগই তৈরি করেছিল ব্রেন্টফোর্ড। ফলে আর্সেনাল বিরতিতে যায় ম্যাচে ফিরে আসার ক্ষীণ আশা নিয়ে। এরপর সময় যত গড়িয়েছে, এক গোল ধরে রাখার লক্ষ্যে ব্রেন্টফোর্ড রক্ষণে সেঁধিয়ে গেছে আরও।

তবে আর্সেনালকে ৬৫ মিনিটে গোলটা প্রায় এনেই দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দারুণ ফ্লিকটা যদি লক্ষ্যে থাকত, সমতা ফিরিয়েই ফেলত আর্সেনাল। সেই শুরু, সেই শেষ।
উল্টো ৭৩ মিনিটে হজম করে বসে গোলটা, যা গানারদের সব আশা শেষ করে দিয়েছে নিমিষেই।

বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: