স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এ ম্যাচের সূচি আগেই প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে জানা যায়নি ম্যাচ শুরুর সময়। অবশেষে আজ জানা গেল ম্যাচের সময়।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি।ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকেল ৪টায় ম্যাচগুলো শুরু হবে।
টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত ফ্লাডলাইটের আলোর নিচে হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে পাঁচটি ম্যাচই হয়েছে সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ২ ঘণ্টা এগিয়ে আসল কেন? জবাবে প্রধান নির্বাহী জানালেন, দুই দেশের সময়ের মারপ্যাঁচের কারণে রীতিমতো বাধ্য হয়ে এগিয়ে আনা হয়েছে সময়।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২১/এ