বিজনেস আওয়ার প্রতিবেদক : জার্মান সুপার কাপের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে জোড়া গোল করেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।
মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। বিরতিতে যাওয়ার ৪ মিনিট আগে গোল দিয়ে বায়ার্নকে এগিয়ে দেন লেভানডোভস্কি।
বিরতি থেকে ফেরার ৪ মিনিট না যেতেই বায়ার্নকে উল্লাসে ভাসান টমাস মুলার। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৬৪ মিনিটের সময় একটি গোল শোধ করেন মার্কো রেউস।
কিন্তু গোল শোধে মরিয়া ডর্টমুন্ড আরও এক গোল খেয়ে বসে। ৭৪ মিনিটে সেই লেভানডোভস্কির পা থেকেই গোলটি পায় বায়ার্ন। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২৪তম গোল পূর্ণ করে লেভানডোভস্কির। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ডে কাটিয়েছিলেন এই পোলিশ স্ট্রাইকার।
এই জয়ের মধ্যে দুয়ে একটি রেকর্ডও গড়েছে বায়ার্ন। টানা দ্বিতীয়বারের সঙ্গে রেকর্ড নবমবারের মতো সুপার কাপের ট্রফি নিজেদের করে নিয়েছে দলটি।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২১/কমা