ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ দলে ফিরল সাকিব মাহমুদ

  • পোস্ট হয়েছে : ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • 53

বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃষ্টির আশীর্বাদে লর্ডসে প্রথম টেস্ট জিতলেও বড় ব্যবধানে দ্বিতীয় টেস্ট হারার পর তৃতীয় টেস্টে দলে পরিবর্তন এনেছে ইংলিশরা। ৫ সদস্যের দল থেকে বাদ পড়েছে জ্যাক ক্রলি, ডম সিবলি ও জ্যাক লিচ। তবে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ও ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে প্রায় হেরেই বসেছিল ইংল্যান্ড। বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিলে যে যাত্রায় রক্ষা পান স্বাগতিকরা। তবে ঐতিহাসিক টেস্ট ক্রিকেটের আদর্শ স্থান লর্ডসে আর রক্ষা হয়নি জো রুটদের।

লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের তোপে মাত্র ৫১.৫ ওভারে অলআউট হয়ে গেছেন ইংলিশরা। ১৫১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলির দল।

আর এমন হারের পর তৃতীয় টেস্টের জন্য নিজেদের ১৫ সদস্যের স্কোয়াডে রদবদল এনেছে ইংল্যান্ড। বাদ পড়েছে জ্যাক ক্রলি, ডম সিবলি ও জ্যাক লিচ। দলে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ও ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি ডানহাতি পেসার মার্ক উডকে। কাঁধের ইনজুরিতে ভোগা এই পেসারকে অবশ্য তৃতীয় টেস্টে মাঠে নাও দেখা যেতে পারে। হয়তো তার বদলে মাঠেও নেমে যেতে পারেন সাকিব।

এদিকে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের সুপারস্টার ডেভিড মালান। ২০১৮ সালে ভারত সিরিজের পর থেকে আর খেলতে পারেননি সাদা পোশাকের ক্রিকেট। সব মিলিয়ে ১৫ টেস্টে মাত্র ২৭.৮৪ গড়ে রান করেছেন মালান।

ইংলিশ দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উড।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইংলিশ দলে ফিরল সাকিব মাহমুদ

পোস্ট হয়েছে : ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃষ্টির আশীর্বাদে লর্ডসে প্রথম টেস্ট জিতলেও বড় ব্যবধানে দ্বিতীয় টেস্ট হারার পর তৃতীয় টেস্টে দলে পরিবর্তন এনেছে ইংলিশরা। ৫ সদস্যের দল থেকে বাদ পড়েছে জ্যাক ক্রলি, ডম সিবলি ও জ্যাক লিচ। তবে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ও ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে প্রায় হেরেই বসেছিল ইংল্যান্ড। বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিলে যে যাত্রায় রক্ষা পান স্বাগতিকরা। তবে ঐতিহাসিক টেস্ট ক্রিকেটের আদর্শ স্থান লর্ডসে আর রক্ষা হয়নি জো রুটদের।

লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের তোপে মাত্র ৫১.৫ ওভারে অলআউট হয়ে গেছেন ইংলিশরা। ১৫১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলির দল।

আর এমন হারের পর তৃতীয় টেস্টের জন্য নিজেদের ১৫ সদস্যের স্কোয়াডে রদবদল এনেছে ইংল্যান্ড। বাদ পড়েছে জ্যাক ক্রলি, ডম সিবলি ও জ্যাক লিচ। দলে ফিরেছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান ও ডানহাতি পেসার সাকিব মাহমুদ।

স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি ডানহাতি পেসার মার্ক উডকে। কাঁধের ইনজুরিতে ভোগা এই পেসারকে অবশ্য তৃতীয় টেস্টে মাঠে নাও দেখা যেতে পারে। হয়তো তার বদলে মাঠেও নেমে যেতে পারেন সাকিব।

এদিকে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের সুপারস্টার ডেভিড মালান। ২০১৮ সালে ভারত সিরিজের পর থেকে আর খেলতে পারেননি সাদা পোশাকের ক্রিকেট। সব মিলিয়ে ১৫ টেস্টে মাত্র ২৭.৮৪ গড়ে রান করেছেন মালান।

ইংলিশ দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উড।

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: