আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণটি ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতার কারণে বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
তবে তালেবান দাবি করছে, বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে । অকুস্থল থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নিতে দেখা গেছে। এই ঘটনার সময় গোলাগুলির শব্দও শোনা গেছে।
আল-জাজিরার সংবাদদাতা শার্লট বেলিস কাবুল থেকে জানিয়েছেন, বিমানবন্দরের বাইরে কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তথাকথিত ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স (আইএসকেপি) বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া হাজারো আফগান সেখানে অবস্থান করছেন।
ব্রিটিশ এই সংবাদমাধ্যমের প্রতিনিধি জোনাথন বিয়ালে বলেছেন, কাবুল বিমানবন্দরে প্রথম বিস্ফোরণের পরপর দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পাশাপাশি সেখানে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গোলাগুলিও হয়েছে। জোড়া এই বিস্ফোরণ বিমানবন্দরের অ্যাবে গেটের কাছের প্রবেশদ্বারে ঘটেছে; যেখানে হাজার হাজার আফগান গত ১২ দিন ধরে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে বিমানবন্দরের ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকেই। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।
বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২১/এ