ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হেডিংলি টেস্টে টিকে রইল ভারত

  • পোস্ট হয়েছে : ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • 32

স্পোর্টস ডেস্ক : হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট, এরপর ইংলিশরা তুলল ৪৩২ রান। প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৫৪ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮০ ওভার খেলে ২১৫ রান করেছে ভারত। হারিয়েছে মাত্র ২ উইকেট। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ১৩৯ রান। সেই মিশনে লড়ছেন দুই তারকা চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি।

ইংলিশ পেসারদের গতি-সুইং আর ছকে ব্যাটসম্যানকে বেধে ফেলা বোলিং সামলেছেন দারুণভাবে। তার আগে অবশ্য ভারতের লড়াইটাকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তার ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল প্রথম সেশনের শেষ দিকে ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন। তবে পূজারাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে গেছেন রোহিত।

ইনিংসের ৪৮তম ওভারে রোহিতও বিদায় নিলে দায়িত্বটা এসে পড়ে পূজারা-কোহলির কাঁধে। সেখান থেকে আর পা হড়কায়নি ভারত। সেই উইকেট দুটো হারিয়েই শেষ করেছে দিন। তাতে ভারতের ওপরও রানের বোঝাটা কমে নেমে এসেছে ১৩৯ রানে।

এর আগে দিনের শুরুতে ৪২৪ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড কেবল ৮ রানই যোগ করতে পারে নিজেদের ইনিংসে। ক্রেইগ ওভারটন শামির বলে বিদায় নেন। এরপর অলিভার রবিনসনকে বিদায় করে ইংলিশ ইনিংসের ইতি টানেন যশপ্রীত বুমরাহ। তাতে ৩৫৪ রানের লিড নিয়েই থামতে হয় ইংল্যান্ডকে।

তৃতীয়দিন শেষে দুজন মিলে দিন শেষে অবিচ্ছিন্ন রয়েছেন ৯৯ রানের জুটি গড়ে। ২০১৮ সালের সিডনি টেস্টে সবশেষ সেঞ্চুরি করা পুজারা অপরাজিত রয়েছেন ৯১ রানে। অধিনায়ক কোহলি শনিবার খেলতে নামবেন নামের পাশে ৪৫ রান নিয়ে।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হেডিংলি টেস্টে টিকে রইল ভারত

পোস্ট হয়েছে : ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট, এরপর ইংলিশরা তুলল ৪৩২ রান। প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৫৪ রানের বিশাল লিড নিয়েছে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮০ ওভার খেলে ২১৫ রান করেছে ভারত। হারিয়েছে মাত্র ২ উইকেট। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ১৩৯ রান। সেই মিশনে লড়ছেন দুই তারকা চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি।

ইংলিশ পেসারদের গতি-সুইং আর ছকে ব্যাটসম্যানকে বেধে ফেলা বোলিং সামলেছেন দারুণভাবে। তার আগে অবশ্য ভারতের লড়াইটাকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। তার ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল প্রথম সেশনের শেষ দিকে ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন। তবে পূজারাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে গেছেন রোহিত।

ইনিংসের ৪৮তম ওভারে রোহিতও বিদায় নিলে দায়িত্বটা এসে পড়ে পূজারা-কোহলির কাঁধে। সেখান থেকে আর পা হড়কায়নি ভারত। সেই উইকেট দুটো হারিয়েই শেষ করেছে দিন। তাতে ভারতের ওপরও রানের বোঝাটা কমে নেমে এসেছে ১৩৯ রানে।

এর আগে দিনের শুরুতে ৪২৪ রান নিয়ে ব্যাট করতে নামা ইংল্যান্ড কেবল ৮ রানই যোগ করতে পারে নিজেদের ইনিংসে। ক্রেইগ ওভারটন শামির বলে বিদায় নেন। এরপর অলিভার রবিনসনকে বিদায় করে ইংলিশ ইনিংসের ইতি টানেন যশপ্রীত বুমরাহ। তাতে ৩৫৪ রানের লিড নিয়েই থামতে হয় ইংল্যান্ডকে।

তৃতীয়দিন শেষে দুজন মিলে দিন শেষে অবিচ্ছিন্ন রয়েছেন ৯৯ রানের জুটি গড়ে। ২০১৮ সালের সিডনি টেস্টে সবশেষ সেঞ্চুরি করা পুজারা অপরাজিত রয়েছেন ৯১ রানে। অধিনায়ক কোহলি শনিবার খেলতে নামবেন নামের পাশে ৪৫ রান নিয়ে।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: