আন্তর্জাতিক ডেস্ক : কাবুল বিমানবন্দরে হামলার শঙ্কার প্রেক্ষিতে পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে ন্যাটো বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনারা। এর আগে বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী আইএস সদস্যদের লক্ষ্য করে দেশটির পূর্বাঞ্চলে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী একজন নিহত হয়েছে বলে দাবি তাদের।
বৃহস্পতিবার বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন। কাবুলে আইএসের খোরাসান শাখার হামলার দায় স্বীকারের পর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, পরবর্তী কয়েক দিন খুবই বিপজ্জনক। হুমকির বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে দেখছি।
এর আগে কাবুলে হামলার পরপরই আইএসের খোরাসান শাখা আইএস-কে হামলার দায় স্বীকার করে। যুক্তরাষ্ট্র জানায়, আবারও হামলার ইঙ্গিত পাওয়ার পর আইএস কে টার্গেট করে ড্রোন হামলা চালায় তারা। তবে কোন বেসামরিক লোক এতে নিহত হয়নি বলে দাবি তাদের।
বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২১/এ