বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরি এখন ঢাকায়। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে হেনরি ঢাকায় পৌঁছান।
হেনরি ঢাকায় পৌঁছালেও কোভিড প্রটোকল অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। তাই কাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারছেন না তিনি।
আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হলেও অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে পারবেন কী না তা বলে দেবে সময়। এদিকে করোনা আক্রান্ত অ্যালেন দলের সঙ্গেই থাকছেন। নিউ জিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ ছাড়া তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।
ক্রাইস্টচার্চ থেকে হেনরিকে নিয়ে নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, ব্যাটসম্যানের বদলে বোলারকে নিলেও বর্তমান পরিস্থিতিতে দলে কারো বদলি হিসেবে হেনরিই ঠিক আছে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের লাইক এ লাইক রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/কমা