ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল চূড়ান্ত!

  • পোস্ট হয়েছে : ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • 32

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী ১০ সেপ্টেম্বর। ধরে নেয়াই যায়, ৮ না হয় ৯ সেপ্টেম্বর দল দেবে বিসিবি। যদিও ডোমিঙ্গো জানিয়েছেন, কিউইদের বিপক্ষে মাঠে নামার আগেই দলটা হয়ে গেলে ভালো হতো। তাতে করে নির্ভার হয়ে খেলতে পারতেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদও কোচের সাথে একমত।

রিয়াদ বলেন, সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতে পারতো। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহূর্তে আমাদের কাজ ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ চেষ্টা থাকবে।

কারা দেশের হয়ে প্রথমে ওমান, পরে বাছাইপর্ব পার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তা জানতে উম্মুখ সবাই। এখন নিউজিল্যান্ডের সাথে খেলার জন্য যে দলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছে, সেই দলের বাইরে থেকে তামিম ইকবালের অন্তর্ভুক্তি একরকম নিশ্চিত। তামিম সুস্থ হয়ে উঠলেই দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া আর কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে কি?

অধিনায়ক রিয়াদ বলেন, দল সাজানোর কাজ শেষ। মোটামুটি অল সেট। কোচের সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচকরা দ্রুত দল দিয়ে দেবেন।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল চূড়ান্ত!

পোস্ট হয়েছে : ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন আগামী ১০ সেপ্টেম্বর। ধরে নেয়াই যায়, ৮ না হয় ৯ সেপ্টেম্বর দল দেবে বিসিবি। যদিও ডোমিঙ্গো জানিয়েছেন, কিউইদের বিপক্ষে মাঠে নামার আগেই দলটা হয়ে গেলে ভালো হতো। তাতে করে নির্ভার হয়ে খেলতে পারতেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদও কোচের সাথে একমত।

রিয়াদ বলেন, সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতে পারতো। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহূর্তে আমাদের কাজ ক্রিকেট খেলা। মাঠে আমরা কতটা নিজেদের মেলে ধরতে পারি, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করাই আমাদের কাজ। আমরা সেটাতেই মনোযোগ দিতে চাই। আমাদের সামনে আরেকটি সিরিজ চেষ্টা থাকবে।

কারা দেশের হয়ে প্রথমে ওমান, পরে বাছাইপর্ব পার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তা জানতে উম্মুখ সবাই। এখন নিউজিল্যান্ডের সাথে খেলার জন্য যে দলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছে, সেই দলের বাইরে থেকে তামিম ইকবালের অন্তর্ভুক্তি একরকম নিশ্চিত। তামিম সুস্থ হয়ে উঠলেই দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া আর কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে কি?

অধিনায়ক রিয়াদ বলেন, দল সাজানোর কাজ শেষ। মোটামুটি অল সেট। কোচের সঙ্গে আমার কথা হয়েছে। নির্বাচকরা দ্রুত দল দিয়ে দেবেন।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: