ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

  • পোস্ট হয়েছে : ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • 36

বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে গেলেন তামিম ইকবাল। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তামিম।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এসে এমন ঘোষণা দিয়ে তামিম ইকবাল বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’

‘সবচেয়ে বড় কারণ, বেশ কিছুদিন ধরে আমি এই ফরম্যাটটা খেলছি না। আর দ্বিতীয়ত ইনজুরি। কিন্তু আমার মনে হয় না ইনজুরি এতো বড় সমস্যা। আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আমার কাছে প্রধান মনে হয়, এই সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো-যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি। যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা আমি নিয়ে নেই।’ – যোগ করেন তামিম।

হাঁটুর চোটের মাঠের বাইরে আছেন তামিম। তার পুনবার্সন চলছে। মাঠে ফেরার লড়াইয়ে থাকা এ ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বিবেচনাও করা হচ্ছিল। নির্বাচকরা গণমাধ্যমে বলেছিলেন, ফিট হলে তামিম বিশ্বকাপে খেলবে।’ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও একই কথা বলেছেন।

তামিম বিশ্বকাপর আগে ফিটও হয়ে যেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় বিশ্বকাপ খেলার জন্য নিজেকে উপযুক্ত মনে করছেন না তিনি। বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর বাংলাদেশ ১২টি টি-টোয়েন্টি খেললেও নানা কারণে তামিম ছিলেন না। অনুশীলনের ঘাটতি এবং অনান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে এবার বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন বাঁহাতি ওপেনার।

তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। সেই ঘোষণাও দিয়েছেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এ বিশ্বকাপ আমার খেলা হবে না। আমার মনে হয় এটা ফেয়ার ডিসিশন। তরুণ যারা ওপেন করছে জাতীয় দলের হয়ে ওদের সুযোগ পাওয়া উচিত। আমার থেকে ওদের প্রস্তুতি ভালো। তারা আরও ভালো সার্ভিস দেবে আমাদেরকে। আমি নিজের সিদ্ধান্তে অনড় থাকবো। নতুন করে কিছু বলার নাই। আশা করছি আমার প্রাইভেসি রক্ষা করবে, সিদ্ধান্তকে সম্মান করবেন। বিতর্কিত কিছু নেই। আমি যেটা অনুভব করেছি সেটা করেছি। মানুষ হিসেবে আমি কেমন সেটা অনেকেই চেনেন না। যারা চেনেন তারা জানেন, আমি যেটা করি সেটা হৃদয় থেকেই করি। আমার মন তাই বলছে, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা সঠিক এবং সঠিক সময়ে নিয়েছি। ইনশাআল্লাহ এর মধ্যে দেশে কিংবা বাইরে কোনো খেলা থাকলে সেখানে তো খেলার চেষ্টা করবো। সামনে তো আরও খেলা আছে সেখানে দেখা হবে।’

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

পোস্ট হয়েছে : ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে গেলেন তামিম ইকবাল। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তামিম।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এসে এমন ঘোষণা দিয়ে তামিম ইকবাল বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত।’

‘সবচেয়ে বড় কারণ, বেশ কিছুদিন ধরে আমি এই ফরম্যাটটা খেলছি না। আর দ্বিতীয়ত ইনজুরি। কিন্তু আমার মনে হয় না ইনজুরি এতো বড় সমস্যা। আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আমার কাছে প্রধান মনে হয়, এই সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো-যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি। যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা আমি নিয়ে নেই।’ – যোগ করেন তামিম।

হাঁটুর চোটের মাঠের বাইরে আছেন তামিম। তার পুনবার্সন চলছে। মাঠে ফেরার লড়াইয়ে থাকা এ ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বিবেচনাও করা হচ্ছিল। নির্বাচকরা গণমাধ্যমে বলেছিলেন, ফিট হলে তামিম বিশ্বকাপে খেলবে।’ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও একই কথা বলেছেন।

তামিম বিশ্বকাপর আগে ফিটও হয়ে যেতেন। কিন্তু দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় বিশ্বকাপ খেলার জন্য নিজেকে উপযুক্ত মনে করছেন না তিনি। বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর বাংলাদেশ ১২টি টি-টোয়েন্টি খেললেও নানা কারণে তামিম ছিলেন না। অনুশীলনের ঘাটতি এবং অনান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে এবার বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন বাঁহাতি ওপেনার।

তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন তামিম। সেই ঘোষণাও দিয়েছেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এ বিশ্বকাপ আমার খেলা হবে না। আমার মনে হয় এটা ফেয়ার ডিসিশন। তরুণ যারা ওপেন করছে জাতীয় দলের হয়ে ওদের সুযোগ পাওয়া উচিত। আমার থেকে ওদের প্রস্তুতি ভালো। তারা আরও ভালো সার্ভিস দেবে আমাদেরকে। আমি নিজের সিদ্ধান্তে অনড় থাকবো। নতুন করে কিছু বলার নাই। আশা করছি আমার প্রাইভেসি রক্ষা করবে, সিদ্ধান্তকে সম্মান করবেন। বিতর্কিত কিছু নেই। আমি যেটা অনুভব করেছি সেটা করেছি। মানুষ হিসেবে আমি কেমন সেটা অনেকেই চেনেন না। যারা চেনেন তারা জানেন, আমি যেটা করি সেটা হৃদয় থেকেই করি। আমার মন তাই বলছে, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা সঠিক এবং সঠিক সময়ে নিয়েছি। ইনশাআল্লাহ এর মধ্যে দেশে কিংবা বাইরে কোনো খেলা থাকলে সেখানে তো খেলার চেষ্টা করবো। সামনে তো আরও খেলা আছে সেখানে দেখা হবে।’

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: