বিজনেস আওয়ার প্রতিবেদক : পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদশে। টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয়।
প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈম আর লিটন দাস ৫৯ রানের জুটি গড়েন। ৯ ওভার ৩ বলে প্রথম লিটন দাসকে হারায় বাংলাদেশ। পরের বলেই মুশফিক শূনে রানে সাজঘরে ফিরে। এরপর ব্যাট হাতে সাকিব আর নাঈম জুটি মাত্র ১৩ রান যোগ করে। সাকিবের বিদায়ের পর মাঠে আসে আফিফ। নাঈম-আফিফ জুটি ৩৪ রান যোগ করে হিসাবের খাতায়। দলের যখান ১০৬ তখন নাঈমকে চলে যেতে হয় মাঠ ছেড়ে।
দলের পক্ষ সবচেয়ে বেশি ৩৯ রান করেন মোহাম্মদ নাঈম। তিনটি চারের বিনিময়ে ৩৯ বল খেলে নাঈম এই রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদ উল্লাহ রিয়াদ পাঁচটি চার মেরে ৩৭ রান করেন। এছাড়া লিটন দাসদ ৩৩ রান, নুরুল হাসান ১৩, সাকিব ১২ রান, আফিফ ৩ রান করেন। মুশফিকুর রহিম রানের খাতা না খুলতেই সাজ ঘরে ফিরেন।
বাংলাদেশ দলের যখন ৫৯ রান তখন লিটন দাসকে হারায়। একই রানে দ্বিতীয় উইকেট হিসেবে মুশফিকুর রহিমকে হারায়। এরপর ৭২ রানে সাকিব আল হাসান, ১০৬ রানে মোহাম্মদ নাঈম এবং দলের রান যখন ১০৯ তখন মাঠ থেকে আফিফ হাসানকে বিদায় নিতে হয়েছে। আর শেষ বলে দলের ১৪১ রানে নুরুল হাসান আউট হন।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন রাচিন রবীন্দ্র। এছাড়া এজাজ প্যাটেল ও কোল ম্যাককঞ্চি একটি করে উইকেন নেন।
বিজনেস আওয়ার/০৩ সেপ্টেম্বর, ২০২১/কমা