ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ন্যায্যমূল্যে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু

  • পোস্ট হয়েছে : ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • 49

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা ও ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ডাল। এখন বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা লিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯৫-৭০০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এক মাস আগেও এ ডাল বিক্রি হতো প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায়।

টিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ন্যায্যমূল্যে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু

পোস্ট হয়েছে : ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা ও ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ডাল। এখন বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা লিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯৫-৭০০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এক মাস আগেও এ ডাল বিক্রি হতো প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায়।

টিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: