ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধাকে নির্যাতন : স্বামীসহ গৃহকর্মীর বিরুদ্ধে চার্জশিট

  • পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মালিবাগে বৃদ্ধা গৃহকর্ত্রী নির্যাতনের ঘটনায় গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী এরশাদ মোল্লার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় এ চার্জশিট জমা দেন। চার্জশিটে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। চার্জশিটটি আগামী ৫ অক্টোবর গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমান রেখা ও তার স্বামীকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলেহয়, এক বছর আগে মালিবাগে বিলকিস বেগমের মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় কাজ নেন রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে অন্যত্র চলে যান তিনি। ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ওই বাসায় আবার ফিরে আসেন।

এর দুই দিন পর বাসায় কেউ না থাকায় গৃহকর্ত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মোবাইলফোন নিয়ে পালিয়ে যান। পরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে রেখাকে গ্রেফতার করে পুলিশ।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বৃদ্ধাকে নির্যাতন : স্বামীসহ গৃহকর্মীর বিরুদ্ধে চার্জশিট

পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মালিবাগে বৃদ্ধা গৃহকর্ত্রী নির্যাতনের ঘটনায় গৃহকর্মী রেখা আক্তার ও তার স্বামী এরশাদ মোল্লার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় এ চার্জশিট জমা দেন। চার্জশিটে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। চার্জশিটটি আগামী ৫ অক্টোবর গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর রহমান রেখা ও তার স্বামীকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলেহয়, এক বছর আগে মালিবাগে বিলকিস বেগমের মেয়ে মেহবুবা জাহান বুলবুলির বাসায় কাজ নেন রেখা। গত ৭ জানুয়ারি কাজ ছেড়ে অন্যত্র চলে যান তিনি। ১৬ জানুয়ারি সার্বক্ষণিক থাকার কথা বলে ওই বাসায় আবার ফিরে আসেন।

এর দুই দিন পর বাসায় কেউ না থাকায় গৃহকর্ত্রী বিলকিস বেগমকে নির্মম নির্যাতন করে নগদ টাকা, স্বর্ণসহ টিভি ও মোবাইলফোন নিয়ে পালিয়ে যান। পরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে রেখাকে গ্রেফতার করে পুলিশ।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: