ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক্তন স্ত্রীর পরকীয়া নিয়ে যা বললেন অপূর্ব

  • পোস্ট হয়েছে : ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • 91

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও শাম্মা দেওয়ান। এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে এই অভিনেতার সাবেক স্ত্রী নাজিয়া হাসান এক ফেসবুক স্ট্যাটাসে জানান, অপূর্ব পরকীয়ায় যুক্ত ছিলেন। নাজিয়া স্পষ্টত ফেসবুকে লিখেছেন, চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্.. নতুন বিয়ের জন্য শুভ কামনা।

বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার ও শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন।

অদিতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সঙ্গে আলাপেও গেছি। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি।

তবে আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভকামনায় রাখবেন। ভালোবাসা রইল…।

উল্লেখ্য, প্রথমবার ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন তিনি। মাত্র ছয় মাস পরই ভেঙে যায় অপূর্ব-প্রভার সেই সংসার। এরপর ২০১১ সালের জুলাইতে অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। এই সংসারে তার আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

প্রাক্তন স্ত্রীর পরকীয়া নিয়ে যা বললেন অপূর্ব

পোস্ট হয়েছে : ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও শাম্মা দেওয়ান। এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে এই অভিনেতার সাবেক স্ত্রী নাজিয়া হাসান এক ফেসবুক স্ট্যাটাসে জানান, অপূর্ব পরকীয়ায় যুক্ত ছিলেন। নাজিয়া স্পষ্টত ফেসবুকে লিখেছেন, চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্.. নতুন বিয়ের জন্য শুভ কামনা।

বিষয়টি নিয়ে অপূর্ব বলেন, আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার ও শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন।

অদিতির সঙ্গে বিচ্ছেদ নিয়ে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সঙ্গে আলাপেও গেছি। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি।

তবে আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা। আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভকামনায় রাখবেন। ভালোবাসা রইল…।

উল্লেখ্য, প্রথমবার ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন তিনি। মাত্র ছয় মাস পরই ভেঙে যায় অপূর্ব-প্রভার সেই সংসার। এরপর ২০১১ সালের জুলাইতে অপূর্ব বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। এই সংসারে তার আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

বিজনেস আওয়ার/০৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: