বিজনেস আওয়অর প্রতিবেদক : ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাথানির সঙ্গে বাগদান সেরেছেন ‘কমান্ডো’ সিনেমাখ্যাত অভিনেতা বিদ্যুৎ জামাল।
বিদ্যুৎ জামাল সম্প্রতি নন্দিতার সঙ্গে তাজমহল ঘুরতে গিয়েছিলেন। সেখানে ঘুরতে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের বাগদানের গুঞ্জন ভাসতে থাকে।
ভাইরাল হওয়া ছবিতে নন্দিতার অনামিকায় একটি বড় হীরার আংটি দেখা গেছে। ভক্তদের ধারণা, এটি এই জুটির বাগদানের আংটি।
ভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে থেকে বিদ্যুৎ ও নন্দিতার প্রেমের সম্পর্ক। তিনদিন আগে বাগদান সেরেছেন তারা।
এর আগে অভিনেতা দিনো মরেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নন্দিতা। বেশ কয়েকবার তাদের ব্রেকআপ ও সম্পর্ক জোড়া লাগে। তবে শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেন তারা।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২১/আই
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: