বিনোদন ডেস্ক : নাটকের পাশাপাশি ওটিটি প্লাটফর্মের দর্শকের কাছেও প্রশংসিত হয়েছেন গ্ল্যামারকন্যা তাসনিয়া ফারিন। ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’- ওয়েব সিরিজে তার অভিনয় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।
সর্বশেষ চরকিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘নেটওয়ার্কের বাইরে’- শিরোনামের ওয়েব ফিল্মটি। এটি পরিচালনা করেছেন ছোট পর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এতেও ফারিন বেশ আলোচনায় আসেন।
ওটিটির জন্য নতুন আরও একটি কাজ করছেন বলে জানান এই অভিনেত্রী। তবে এ নিয়ে এখনই মুখ খুলতে চান না বলে জানান।
এদিকে, অভিনেত্রী তার বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন। তিনি বলেন, এখন সব কিছু পরিকল্পনা মাফিক করতে চাই। যেটাই করবো সেটা পরিকল্পনার মাধ্যমেই।
বিজনেস আওয়ার/০৫ সেপ্টেম্বর, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: