বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। তবে কী সারপ্রাইজ? সেটা স্পষ্ট করেন নি।
মাহিয়া মহির বিয়ে বিচ্ছেদ ও নতুন বিয়ে নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে। তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরেই নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন তিনি, সেটাই প্রকাশ করবেন ওইদিন।
‘সারপ্রাইজ’ বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন বললে তা আর সারপ্রাইজ রইলো না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
মাহিয়া মাহি বিয়ে করেছেন এমন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে। তবে ওইসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না মাহি। বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, না, বিয়ে করিনি। গুজব ছড়ানো হচ্ছে।
বিজনেস আওয়ার/০৬ সেপ্টেম্বর, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: