বিনোদন ডেস্ক : সম্প্রতি নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী সৈয়দ জামান শাওন ও সাফা কবির। নাটকটির নাম ‘ও আমার বাসর রাত’। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা নাজমুল রনি।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, গল্পে দেখা যাবে সারাদিন বিয়ে নিয়ে খুব খাটনি গেলেও বাসররাতের জন্য শাওনকে বেশ খুশি দেখাচ্ছে। কিন্তু বাসরঘরে ঢুকতে পারছে না। রাত অনেক হলেও আত্মীয়স্বজনরা বসে আছে এখনো। এসব পেরিয়ে তার বাসরঘরে প্রবেশ করার নাটকীয়তাই দেখতে পাবেন দর্শক।
তিনি আরও বলেন, শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে শাওন-সাফা ছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম নাসির, তানজিম হাসান অনিক, লামিয়া আলম প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা সৈয়দ জামান শাওন বলেন, ‘রনির নির্দেশনায় কয়েকটি নাটকে কাজ করেছি এর আগেও। সবগুলো নাটকের গল্প বেশ ভালো ছিল। ‘ও আমার বাসর রাত’ একেবারেই পারিবারিক ভিন্ন আঙ্গিকের গল্প। কাজটি এনজয় নিয়ে করেছি। সব মিলিয়ে আশা করছি দর্শকের ভালো লাগবে।
বিজনেস আওয়ার/০৮ সেপ্টেম্বর, ২০২১/এ