ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন কখনো বৃথা যায় না: গয়েশ্বর

  • পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • 59

বিজনেস আওয়ার প্রতিবেদক : আন্দোলন কখনো বৃথা যায় না। কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী, কোনো আন্দোলন হয় অল্প সময়ের জন্য। বিএনপি আন্দোলন করতে পারে, ২০১৩ সালে আন্দোলন দেখেছেন, সামনে এমন আন্দোলন দেখবেন আর সরকারের পক্ষে দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে গয়েশ্বর বলেন, কেবল খালেদা জিয়াই আদালত থেকে জামিন পান না। খুনের আসামি, যাবজ্জীবনের আসামি, ফাঁসির আসামিও আদালত থেকে জামিন পাচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে নেত্রী হয়েছেন। সুতরাং তার মুক্তিও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই হবে। এখন এ সরকারের পতনের চেষ্টা করা দরকার। ধড়পাকড় করে সরকারের পতন ঠেকানো যাবে না। তাদের পতন হলে খালেদা জিয়া মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে, অন্যায়-অবিচার থেকে মানুষ মুক্তি পাবে। আমরা জাস্টিস চাই, আমরা গণতন্ত্র চাই।

তিনি আরও বলেন, নিম্ন আদালতের রায়ের বিপক্ষে যেদিন আপিল হয়, তখন তার জামিন পাওয়ার পথ উন্মুক্ত এবং যেহেতু উচ্চ আদালত কর্তৃক রায়টি মীমাংসিত নয়, সেহেতু তিনি এখনও অপরাধী নন। বিনা কারণে তাকে জেলে রাখার সুযোগ নেই, তিনি কেন, কাউকেই রাখার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে একমাত্র খালেদা জিয়া যিনি আদালত থেকে জামিন পান না।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আন্দোলন কখনো বৃথা যায় না: গয়েশ্বর

পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আন্দোলন কখনো বৃথা যায় না। কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী, কোনো আন্দোলন হয় অল্প সময়ের জন্য। বিএনপি আন্দোলন করতে পারে, ২০১৩ সালে আন্দোলন দেখেছেন, সামনে এমন আন্দোলন দেখবেন আর সরকারের পক্ষে দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে গয়েশ্বর বলেন, কেবল খালেদা জিয়াই আদালত থেকে জামিন পান না। খুনের আসামি, যাবজ্জীবনের আসামি, ফাঁসির আসামিও আদালত থেকে জামিন পাচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের মধ্য দিয়ে নেত্রী হয়েছেন। সুতরাং তার মুক্তিও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই হবে। এখন এ সরকারের পতনের চেষ্টা করা দরকার। ধড়পাকড় করে সরকারের পতন ঠেকানো যাবে না। তাদের পতন হলে খালেদা জিয়া মুক্তি পাবে, গণতন্ত্র মুক্তি পাবে, অন্যায়-অবিচার থেকে মানুষ মুক্তি পাবে। আমরা জাস্টিস চাই, আমরা গণতন্ত্র চাই।

তিনি আরও বলেন, নিম্ন আদালতের রায়ের বিপক্ষে যেদিন আপিল হয়, তখন তার জামিন পাওয়ার পথ উন্মুক্ত এবং যেহেতু উচ্চ আদালত কর্তৃক রায়টি মীমাংসিত নয়, সেহেতু তিনি এখনও অপরাধী নন। বিনা কারণে তাকে জেলে রাখার সুযোগ নেই, তিনি কেন, কাউকেই রাখার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে একমাত্র খালেদা জিয়া যিনি আদালত থেকে জামিন পান না।

বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: