বিনোদন ডেস্ক : বেসরকারি টিভি চ্যানেল এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এতে তার চরিত্র হলো একজন নারী এমএলএম ব্যবসায়ী। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, দেখা যাবে সাবিলা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়াদের বড়লোক করে দেওয়ার লোভ দেখাচ্ছেন। তার কাছে টাকা দিলে কয়েক দিন পরই তা ডাবল হয়ে যাবে। কেউ কেউ তার ফাঁদে পা দিচ্ছেন, আবার কেউ দিচ্ছেন না। এমন নাটকীয়তা দেখা যাবে।
উল্লেখ্য, ‘হাউস নং ৯৬’ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার হয় ‘হাউস নং ৯৬’।
বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২১/এ