বিনোদন ডেস্ক : রাশেদ মামুন অপু অভিনীত ‘অমানুষ’ সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে ছবিটির ডাবিং। অভিনেতা অপু তার অংশের ডাবিংও শেষ করেছেন।
অপু বলেন, ডাবিং শেষ করলাম। এ সিনেমায় কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিনয় করার অনেক জায়গা ছিল। চমৎকার একটি চরিত্র। চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি।
তিনি বলেন, এখানে দুর্দান্ত কয়েকজন অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছি। মিশা ভাই, নিরব, মিথিলা ও নওশাবারাও দারুণ কাজ করেছেন। পরিচালক অনন্য মামুন যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমি ভালো কিছুই প্রত্যাশা করছি ‘অমানুষ’ নিয়ে।’
ছবিটির পরিচালক অনন্য মামুন কিছুদিন আগেই জানিয়েছেন, সিনেমা হল খুললেই মুক্তি দেবেন ‘অমানুষ’। এরপর ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে।
উল্লেখ্য, রাশেদ মামুন অপুর ‘জানোয়ার’, ‘নবাব এলএল.বি’ সিনেমা ও ওয়েব ফিল্ম ‘ট্রল’ সম্প্রতি সাড়া জাগিয়েছে দর্শকের মনে। তার হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছে।
বিজনেস আওয়ার/০৯ সেপ্টেম্বর, ২০২১/এ