ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সিরিজ বৈঠক শুরু হচ্ছে আজ

  • পোস্ট হয়েছে : ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দলের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনদিনের এই সিরিজ বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে। প্রতিদিন বিকেল ৩টা থেকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গণতন্ত্র পুনুরদ্ধার আন্দোলনে আমাদের কী করণীয় সেসব বিষয়ে নেতাদের মতামত নিতে এই বৈঠক ডাকা হয়েছে। তারেক রহমানের সভাপতিত্বে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।

প্রথম দিন মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, দ্বিতীয় দিন বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ সম্পাদক এবং শেষ দিন বৃহস্পতিবারে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হবে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রথম সিরিজ বৈঠক।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপির সিরিজ বৈঠক শুরু হচ্ছে আজ

পোস্ট হয়েছে : ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দলের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিনদিনের এই সিরিজ বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে। প্রতিদিন বিকেল ৩টা থেকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গণতন্ত্র পুনুরদ্ধার আন্দোলনে আমাদের কী করণীয় সেসব বিষয়ে নেতাদের মতামত নিতে এই বৈঠক ডাকা হয়েছে। তারেক রহমানের সভাপতিত্বে এসব বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।

প্রথম দিন মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, দ্বিতীয় দিন বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ সম্পাদক এবং শেষ দিন বৃহস্পতিবারে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হবে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে সিরিজ বৈঠক করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এটি প্রথম সিরিজ বৈঠক।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: