বিনোদন ডেস্ক : কাজল আরেফিন অমি নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’ শেষ হয়েছে। কিন্তু এই নির্মাতার কাছে ভক্তদের দাবি ছিল ‘সিজন-৪’ নিয়ে আসার। ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন আনার জন্য তাকে মামলার ভয়ও দেখান ভক্তরা। তবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দেননি এই নির্মাতা।
এ প্রসঙ্গে অমি বলেন, সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে বেটার কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।
অমি বলেন, কোনো নাটকের সিক্যুয়াল আর সিজন কিন্তু এক কথা নয়। আমি কিন্তু শুরুতে কয়েকটি নাটকের সিক্যুয়াল করেছিলাম। সেটা ছিল দর্শকের চাহিদার কারণে। আবার এমনও দেখেছি দর্শকের চাহিদা নাই, কিন্তু নির্মাতা নিজের চাহিদাতেই সেটা নির্মাণ করেছেন। আমি এমন কিছু করতে চাই না।
নির্মাতা অমি আরও বলেন, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরেও সিজন থ্রির চরিত্রগুলো থাকবে। চরিত্রের তেমন পরিবর্তন হবে না। তবে গল্পের কারণে তাদের উপস্থিতি একটু বাড়তে বা কমতে পারে। কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি।
তিনি আরও জানান, সিজন-৪ নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা আছে। তার মধ্যে একটি হলো আনুষ্ঠানিকভাবে এটির ঘোষণা দেওয়া। তার আগে সব কিছু শেষ করে নিজেকে আরও কনফিডেন্ট করতে চাই।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২১/এ