বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘বিয়ে পাশ’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিন তিশা। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা ওসমান মিরাজ। নাটকটি বর্তমানের সম্পাদনার টেবিলে রয়েছে ‘বিয়ে পাশ’।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা ওসমান মিরাজ বলেন, বিয়ের পর প্রথম এক বছর সবাই জীবনের পরিবর্তনটা উপভোগ করেন। কিন্তু পরের বছর থেকেই তা অসহ্য লাগতে শুরু করে অনেকের! ‘বিয়ে পাশ’ এমনই গল্পে রোমান্টিক-কমেডি ধাঁচের একটি নাটক।
তিনি আরও বলেন, জোভান ও তিশাকে নিয়ে আমার প্রথম কাজ ছিল ‘মিশন ব্রেকআপ’। এটি আমাদের ষষ্ঠ কাজ। তাদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। ‘বিয়ে পাশ’ নাটকে জোভান-তিশা চমৎকার অভিনয় করেছেন। আশা করছি দর্শক নাটকটি বেশ উপভোগ করবেন।
নির্মাতা সুত্রে জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল প্রিমিয়ার স্টেশনের ব্যানারে নাটকিতে আরও অভিনয় করেছেন তুতিয়া পাপিয়া, অনিক, রাইসাসহ অনেকে। নাটকটি আগামী ২২ সেপ্টেম্বর বেসরকারি স্যাটালাইট টেলিভিশন বাংলাভিশনে নাকটি প্রচার হবে। এরপর নাটকটি ইউটিউবেও দেখা যাবে।
বিজনেস আওয়ার/১৫ সেপ্টেম্বর, ২০২১/এ